আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি?

আপনার অ্যাকাউন্টটি সহজ ও সুরক্ষিতভাবে পরিচালনা করুন

গ্রাহক তার সুবিধা অনু্যায়ী দুই ধরনের পলিসি মাসিক বা বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে নিতে পারবেন। পলিসি সমূহের বিস্তারিত জানতে ইনস্যুরেন্স পলিসি অপশনটি ট্যাব করুন। পলিসি সমূহ নিম্নে দেয়া হলঃ ১। ইজিলাইফ স্পেশাল ২। ইজিলাইফ স্পেশাল প্লাস ৩। ইজিলাইফ এম এস পি ৪। ইজিলাইফ জয়া

ইজিলাইফ রিফান্ডেবল অপশনের অধীনে পলিসির মেয়াদপূর্তির পরে যদি কোন দাবি তৈরি না হয় তাহলে গ্রাহকের জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ ফেরত দেয়া হয়। এই পলিসিটি "ইজলাইফ স্পেশাল প্লাস" হিসাবে পরিচিত। ইজিলাইফ নন-রিফান্ডেবল অপশনের অধীনে, পলিসির মেয়াদপূর্তিতে তার জমা দেওয়া কোন প্রিমিয়াম ফেরত পাবেন না। এই পলিসিটি "ইজিলাইফ স্পেশাল" হিসাবে পরিচিত। কিন্তু উভয়ই পলিসির ক্ষেত্রে গ্রাহকের মৃত্যুতে নমিনিকে পূর্ণ বীমা অংক প্রদান করা হবে এবং সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতার (টিপিডি) ক্ষেত্রে গ্রাহককে সম্পূর্ণ বীমা অংক প্রদান করা হবে।

আকর্ষণীয় বোনাসসহ আপনার সঞ্চিত অর্থের প্রবৃদ্ধির জন্যে খুবই সহজ একটি ইনস্যুরেন্স প্ল্যান যা ইজিলাইফ অ্যাপের মাধ্যমে গ্রাহক মাসিক সর্বোনিম্ন ১,০০০ টাকা সঞ্চয় হিসেবে জমা রেখে কাভারেজ ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন। এই প্ল্যান্টি আপনার দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের সাথে সাথে আপনাকে দিবে আকর্ষণীয় বোনাসের নিশ্চয়তা।

আকর্ষণীয় বোনাসসহ শুধুমাত্র কর্মজীবি মহিলারা সঞ্চিত অর্থের প্রবৃদ্ধির জন্যে খুবই সহজ একটি ইনস্যুরেন্স প্ল্যান নিতে পারে যা ইজিলাইফ অ্যাপের বা ওয়েবের মাধ্যমে গ্রাহক মাসিক সর্বোনিম্ন ৩৫০ টাকা সঞ্চয় হিসেবে জমা রেখে কাভারেজ ও গুরুব্যাধি সহায়ক সুবিধা গ্রহন করতে পারবেন। এই প্ল্যান্টি আপনার দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের সাথে সাথে আপনাকে দিবে আকর্ষণীয় বোনাসের নিশ্চয়তা।

ইজিলাইফ অ্যাপ/ওয়েব সাইট থেকে "আপনার প্রিমিয়াম জেনে নিন" ক্লিক করে রিফান্ডেবল বা নন-রিফান্ডেবলের প্রিমিয়াম খুব সহজেই জানতে পারবেন যার বার্ষিক প্রিমিয়াম সর্বনিম্ন ৩৬২ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে এম.এস.পি পলিসির জন্যে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম নির্ধারণ করে সর্বোচ্চ ১০,০০,০০০ টাকার কাভারেজ পেতে পারেন। তাছাড়া শুধুমাত্র কর্মজীবি মহিলারা মাসিক সর্বোনিম্ন ৩৫০ টাকা সঞ্চয় হিসেবে জমা রেখে কাভারেজ ও গুরুব্যাধি সহায়ক সুবিধা গ্রহন করতে পারবেন।

কভারেজ হল বীমা অংকের সমপরিমান অর্থ অথবা বীমা গ্রহীতার নিশ্চিত প্রাপ্তি মূল্য। বীমা গ্রহীতার মৃত্যুর ক্ষেত্রে কভারেজ সমপরিমান অর্থ নমিনিকে প্রদান করা হবে এবং সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা (টিপিডি) এর ক্ষেত্রে বীমা গ্রাহককে প্রদান করা হবে।

একটি ভ্যালু অ্যাডেড সার্ভিস যার মাধ্যম অ্যাপ ব্যবহারকারী্রা বিভিন্ন স্বাস্থ্য সুবিধা সহ অন্যান্য লাইফস্টাইল ব্র্যান্ডেও ডিস্কাউন্ট সুবিধা পাবেন।

ভার্চুয়াল ডিজিটাল লয়্যালটি কার্ডের মাধ্যম অ্যাপ ব্যবহারকারী যে সকল ক্ষেত্রে ডিস্কাউন্ট সুবিধা পাবেন তা হলঃ ক) স্বাস্থ্য সেবা খ) লাইফস্টাইল গ) এন্টারটেইনম্যান্ট

প্রোফাইল আপডেট করার পর অ্যাপ ব্যাবহারকারী একটি ভার্চুয়াল ডিজিটাল লয়্যালটি কার্ড পাবেন যার মাধ্যমে ৩০টির বেশী হাসপাতাল এবং লাইফ স্টাইল ব্র্যান্ডে ডিস্কাউন্ট সুবিধা পাবে

ইজিলাইফ অ্যাপ একটি অনলাইন ভিত্তিক ইনস্যুরেন্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে গ্রাহক খুব সহজেই অল্প সময়ের মধ্যে বার্ষিক বা মাসিক প্রিমিয়ামের মাধ্যমে তার পছন্দমত পলিসি ক্রয় করতে পারবেন।

ইজিলাইফ অ্যাপে সাইন আপ করে গ্রাহক তার নাম, ইমেইল এবং গ্রাহকের ছবি আপলোডের মাধ্যমে প্রোফাইল তৈরি করতে পারবেন।

- সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতা বলতে বুঝাবে (যেটা গ্রহণযোগ্য) দুর্ঘটনায় কবলিত হয়ে কোন ব্যাক্তি যদি শারিরিক আঘাত প্রাপ্ত হন অথবা ঐ দুর্ঘটনার কারনে সৃষ্ট কোন রোগের জন্য যদি উক্ত ব্যাক্তি জীবিত অবস্থায় অক্ষমতার স্বীকার হন এবং সেই অক্ষমতার কারনে যদি স্বাভাবিক জীবিকা অর্জন বাধাগ্রস্থ হয়। এই বীমা নীতির শর্ত অনুযায়ী অবশ্যই সেই আহত ব্যাক্তিকে দুর্ঘটনা অথবা রোগ সংঘটনের তারিখ অনুযায়ী নিবন্ধিত পেশার প্রমান (চাকুরী অথবা ব্যবসা) এর দাখিল করতে হবে। সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতা দাবী উথাপনের পূর্বে আহত ব্যাক্তিকে অবশ্যই অন্তত ১২ মাস এক নাগাড়ে অক্ষম থাকার প্রমান দিতে হবে। - প্রত্যক্ষ অক্ষমতা বলতে বোঝায় নিচের যে কোন একটি (১) সম্পূর্ণ এবং কখনই সুস্থ হওয়ার অনুপযোগী উভয় চোখের দৃষ্টি শক্তি হারানো; (২) দুই (২) অঙ্গের বিচ্ছেদ; কব্জি বা গোড়ালির যথাস্থানে বা তার উপরে

ইজিলাইফ ক্রয় করার ক্ষেত্রে নিম্নের শর্তাবলী পূরণ করতে হবেঃ (ক) সু-স্বাস্থ্যের অধিকারী; (খ) এনআইডি/স্মার্ট কার্ড; (গ) নিয়মিত আয় আছে এমন কেউ; (ঘ) বয়স ১৮ থেকে ৪৫ বছর

কভারেজ হল বীমা অংকের সমপরিমান অর্থ অথবা বীমা গ্রহীতার নিশ্চিত প্রাপ্তি মূল্য। বীমা গ্রহীতার মৃত্যুর ক্ষেত্রে কভারেজ সমপরিমান অর্থ নমিনিকে প্রদান করা হবে এবং সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা (টিপিডি) এর ক্ষেত্রে বীমা গ্রাহককে প্রদান করা হবে।

আমি ক্যান্সার/এইডস/ কিডনি/লিভার বা ফুসফুস ব্যাধি/মস্তিষ্কের রোগ/হার্ট বা কোন মানসিক বা স্নায়বিক ব্যাধি বা রক্তের রোগের জন্য বর্তমানে কোনো চিকিৎসা গ্রহণ করছি না অথবা আমাকে চিকিৎসা গ্রহণ করার কথা বলা হয়নি এবং আমি বর্তমানে অসুস্থতা অথবা দুর্ঘটনার কারনে সম্পূর্ণ অথবা আংশিক কোন ভাবেই জীবিকা উপার্জন করতে অক্ষম নই এবং আমার কোন অঙ্গহানি হয় নাই অথবা আমার মানসিক অথবা স্নায়বিক কোন ব্যাধি নেই। আমি আরও ঘোষণা করছি যেঃ (ক) গত দুই (২) বছরে পনের (১৫) দিন বা তারও বেশি সময় ধরে অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত কারণে কাজ করতে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ছিলাম না (খ) গত দুই (২) বছরে পাঁচ (৫) দিন বা ততোধিক হাসপাতালে ভর্তি ছিলাম না (গ) এলকোহল বা ড্রাগ অপব্যবহারের জন্য কখনো চিকিৎসারত ছিলাম না।

স্ট্যাম্প ফি নির্দিষ্ট বীমা অংকের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। বীমা কোম্পানি পলিসি গ্রাহক থেকে স্ট্যাম্প ফি সংগ্রহ করে এবং তা সরকারি তহবিলে জমা দেয়। স্ট্যাম্প ফি সম্পূর্ণ মেয়াদের জন্য শুধুমাত্র একবার পরিশোধ করতে হয়, যা প্রথম প্রিমিয়ামের সাথে জমা করতে হয়।

পলিসি ক্রয় করার সাথে সাথেই এসএমএস ও ইমেইল এর মাধ্যমে পলিসির সকল দলিল পেয়ে যাবেন এবং পরবর্তী পাঁচ (৫) কর্ম দিবসের মধ্যে আপনার মূল দলিলসমুহ আমাদের প্রতিনিধি আপনার নিকট পৌঁছে দিবে। মনে রাখবেন, অবশ্যই আমাদের প্রতিনিধির নিকট থেকে দলিলসমুহ প্রাপ্তি স্বীকার কপিতে এবং প্রস্তাবপত্রে স্বাক্ষর প্রদান করে তা তাৎক্ষণিক ভাবে আমাদের প্রতিনিধি কে ফেরৎ প্রদান করতে হবে।

- নমিনী পলিসি গ্রাহক দ্বারা নির্বাচিত ব্যক্তি যিনি পলিসির শর্তাবলী অনুযায়ী পলিসির মেয়াদকালে বা পলিসি গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে নমিনী সমুদয় সুবিধা পাবেন । ইজিলাইফ এর জন্য নমিনি, আপনার স্ত্রী, বাবা-মা, ছেলে-মেয়ে বা ভাই-বোন হতে পারে্ন। আপনি সর্বাধিক দুই (২) জনকে নমিনী হিসাবে নির্বাচন করতে পারবে এক্ষেত্রে আপনাকে নমিনির বিবরণ, ছবি এবং এনআইডি প্রদান করতে হবে।

হহ্যাঁ, আপনি একটি অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম বয়সী) ব্যক্তিকে নমিনী হিসাবে নির্বাচন করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে আপনার নমিনির জন্ম সনদ প্রদান করতে হবে, তার জন্য একটি অভিভাবক মনোনয়ন করতে হবে এবং অভিভাবকের এনআইডি প্রদান করতে হবে।

যদি কোন গ্রাহক মেয়াদ পূর্তির পূর্বে তার পলিসি চালাতে আগ্রহী না হয় তবে একটি নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য।

একটি জটিল ব্যাধির চিকিৎসা খুবই ব্যয়বহুল হতে পারে যা গতানুগতিক স্বাস্থ্য বীমার আওতায় পূরণ নাও হতে পারে এবং এটি আপনার স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। আমাদের গুরু ব্যাধি সহযোগী বীমার আওতায় থাকা গ্রাহকগণের নিম্নে উল্লেখিত ১৮টি ব্যাধির যে কোন একটি নির্ণীত হলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা গ্রহীতাকে প্রদান করা হয়।

১. ক্যান্সার (নন-ইনভ্যাসিভ ক্যান্সার ও স্কিন ক্যান্সার ছাড়া) ২. হার্ট এ্যাটাক (মাইয়োকার্ডিয়াল ইনফার্কশন) ৩. স্ট্রোক ৪. করোনারি আর্টারী সার্জারী ৫. কিডনী ফেইলিওর (যে পর্যায়ে ডায়ালাইসিস্ চিকিৎসা প্রয়োজন) ৬. গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপন ৭. প্যারালাইসিস ৮. মাল্টিপল স্কে¬রোসিস ৯. অন্ধত্ব ১০. হার্ট ভাল্ভ রিপ্লেসমেন্ট ১১. সার্জারী অব আওরটা ১২. বøাড ক্যান্সার (এ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া) ১৩. বিনাইন মস্তিষ্কের টিউমার ১৪. ফুসফুসের দীর্ঘমেয়াদী মারাত্মক রোগ (ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগের শেষ ধাপ) ১৫. বধিরতা ১৬. মাথায় গুরুতর আঘাত ১৭. অঙ্গহানি ১৮. বাকশক্তি হারানো

পলিসি ইস্যু হওয়ার ১৮০ দিনের মধ্যে এই সহযোগী বীমার দাবি পরিশোধ করা হবে না।

পূর্বে থেকে বিদ্যমান জটিল রোগের উপসর্গ থাকলে এই সহযোগী বীমাটি নেয়া যাবে না এবং বীমা দলিলে উল্লেখিত মূল বীমার সকল শর্ত এই সহযোগী বীমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।